এ বুকে পাথর চাপা দিলেম
...............তপন বাড়ৈ(31/07/2016)
.
গান গেয়েছিলেম,
তোমার পরশের মাল্যখানি গলে নিয়েছিলেম,
তোমার নিষেধের অভ্যেষ ছিল যত,
পাল্টে নিলেম,তৈরি হলেম তোমার মনের মত।
বাঁধার পাহার উপড়ে দিয়ে,
স্বপ্ন বাঁধলাম তোমায় নিয়ে,
মরুর বালু,বরফ চাঁদর,সাগর দীগন্ত জুরে,
গভির ঘন বন,কিংবা হাজার-লাখ জন সমুদ্রের ভিরে
আমি তোমার পরশ খুজে পাই,
তোমার পরশেই এহেন জীবন সপে দিতে চাই।
.
কেবল তুমিই তোমার ত্বরে
বৃষ্টি শুধু বৃষ্টি দিলে আমার হৃদয় জুরে,
স্বপ্ন গড়লে-স্বপ্ন ভাঙলে,আশ্বাস দিলে বাঁচার,
মুক্ত পৃথিবি উপহার দিলে,আবার নিবাসি করলে খাঁচার।
এহেন তোমার বাঁধন-ছারনে জ্বলছি দিবা-রাত্রী,
গোমরা মুখ আর মেঘের আকাশ করছি সহযাত্রী।
আজ এ বুক নিঃসঙ্গ করে পাথর চাপা দিলেম,
একলা ছিলেম যেমন আগে,আবার একলা হলেম,
বুকের মাঝে রইল যেসব যন্ত্রনারি আঁচর,
চোখের জলেই মুছব সকল,গড়ব বিরহ প্রেমের বাসর।।