আমি নারী
...........তপন বাড়ৈ......(6/8/16)
__________________________
আমি নারী,কখনো প্রেমিকা কখনো ভয়ংকর,
নরম হাতে সজ্জা গোছাতে,কখনো তরোয়ার;
লাজুক চোখের বিনম্রতায় বাসরে প্রেমোচ্ছ্বাস,
রক্ত চক্ষু ডেকেছে আবার সত্রুর সর্বনাশ ;
স্নেহের ডোরে আপন ক্রোরে সন্তানি দুগ্ধ দান,
ক্রোধ ভরা বুকে নির্বাক-অপলকে অশুরের অবসান;
কখনো মাতা,কখনো পত্নী,কখনো সেবিকার রূপ,
কখনো প্রতিবাদে হুংকার বাহিনী ধ্বংশের অনুরূপ;
ভালবাসায় আমি দ্রোপদি,আবার রামের বুকে সীতা,
যুদ্ধে আমি ঝাঁসির রানী,আমি মাতঙ্গিণী মাতা;
আবিস্কারে আমি কল্পনা চাওলা,সাঁতারে বুলা চৌধুরি,
আমি নারী,গর্বিত আমি,আমি নারী পরিবারি;
সৃষ্টি কিংবা ধ্বংসের লিলায় আমার অবদান...
নিত্য ছিল,আজো আছে,থাকবে অফুরন;
তবুও আমি শোষনের জাত,নিপিরন হই সদা,
অবহেলা মোর ন্যায্য মূল্য,অত্যাচারের শিকার সর্বদা;
মাথা তুলে যদি দারাতে পারি তবে থাকি প্রতিবাদে,
ভ্রুনতেই মোরে ধ্বংস কোরোনা,সুজোগ দাও জন্মাতে;
আজগে আমি ভ্রুন আছি তোমার ভালবাসায়,
আগামি আমি দুর্বল নয়,থাকবোনা কোন ঠাসায়;
সংশারে আমি,বিদ্রোহে আমি,আমি ই জন্মদিতে,
প্রেমিকা আমি,মাতা আমি,বধু আমি ধরনিতে;
আমি নারী,গর্বিত আমি,নারী রূপে জন্ম আমার,
আমার অবদান প্লাবিত সকল বিশ্ব-ব্রহ্মান্ড মাঝার।।
..............................