তোমার আকাশে উদিত সূর্য
                      আমার আকাশে চাঁদ
তোমাতে প্রিয় মিলনের ছন্দ
                      আমাতে বিবাদ
বসন্ত তোমার কুঞ্জে দোলে
                      লোচনে আমার ঝর্ণা
তোমার বাগিচায় ময়ূরীর খেলা
                      বাগিচায় আমার ধর্না
তোমার স্বপ্ন খেলে বেড়ায়
                      রামধনু দের সাথে
আমার স্বপ্নে তাঁরা খসে
                      নিঝুম মধ্য রাতে


তবুও প্রিয় স্বপ্ন দেখি
                      তোমার ছায়ায় এসে
বসন্ত ফুল পরিয়ে দেই
                      তোমায় ভালোবেসে
ব্যবধানের বিভেদ ভুলি
                      তোমার আমার মাঝে
আঘাত শত ভাসিয়ে ভেলায়
                      প্রেমেতে মন সাজে
নতুন সূর্য উঠতে দেখি
                       প্রভাত দেখি আবার
ভীষণ রকম স্বপ্ন দেখি
                       তোমায় ফিরে পাবার।