গ্রীষ্মের দাবদাহে ভূ-পৃষ্ঠ যখন ফেটে চৌচির
বড় তেষ্টায় কর্কশ কণ্ঠে চাতক যখন অস্থির
তখন তোমার প্রয়জন,
মেঘ-মল্লার দল ছুট হয়ে নাহয় করলে আয়োজন,
কৃষকের মুখে হাসি ফোটাতে
ক্লান্ত পথিকের রূদ্ধশ্বাসে একটু স্বস্তি জোটাতে
নাহয় তুমি এলে,
চির বসন্তের রংবাহারি ডানা দুটি ঐ মেলে,
কারো কাছে এলে বধুর বেশে,কারো কাছে বা কন্যা,
কারো জীবনে বইয়ে দিলে দুষ্টু হাওয়ার বন্যা,
চিত্র হয়ে ফুটলে কারো রং-তুলির ঐ মাঝে..
কবির কলমে সাজলে নাহয় যৌবনা নারীর সাজে,
যেমন রূপ-ই চাওগো তুমি তেমন রূপ-ই নাও,
ধরার বুকে তেমন রূপেই একটু ধরা দাও,
খড়ার প্রকট অভিশাপে আজ অভিশপ্ত সকল,
নির্জলা ঐ শুকনো ভূমি করছে ধরা দখল,
ছিন্ন কর সকল বাধা মুক্ত কর তুমি,
সুজলা-সুফলায় ভরিয়ে তোলো, রক্ষা কর ভূমি।
যাওগো ভুলে সকল ক্রোধ,সকল অভিমান,
বহাও তোমার জলের ধারা,বাচুক সবার প্রান।।