ঋদ্ধ তোমার মন ,
এক আকাশ পূর্ণ শ্রাবণে তোমায় আমরণ..
সম্ভাষণে করি গো বরণ হৃদয় অন্তঃপুরে ,
অনন্তকালের হিয়া তুমি, অকপটে - অগোচরে..
তিমির ভূমি কিংবা রাঢ়... তোমার পরশে ,
উর্বর ভূমি রূপ নিয়েছে সহসা... নিমেষে  ;
ব্যথার সাগরে ঊর্মি আজও তোমার কলম কথা ,
দীপ্ত হর্ষের দীপ্তি তুমি,তমসায় নীরবতা  ;
আশার সঞ্চার কারি বাক রুদ্ধ তব বাণী ,
গহন হৃদয়ে জ্বালায়ে প্রদীপ তুলেছ শঙ্খ ধ্বনি ।


নিত্য কালের প্রভাত তুমি,তুমিই রেনেসাঁস ,
সাহিত্যাঙ্গনের আভা তুমি, তোমার প্রতি শ্বাস..
বিশ্ব সাহিত্যে সঞ্চারে প্রাণ ফোটায় নূতন কুঁড়ি ,
অসিম সীমায় তব পরশ উদ্ভাসিত - ভাস্বরী ।


কালের রীতি পালনে সহসা বরষিত মৌন শ্রাবণ..
অগোচরে তব দীপ্ত প্রাণ কাতরে করল হরণ  ;
রোদনে রোদনে শ্রাবণ তব হরিল তোমার দেহ  ,
তব প্রাণ ও তব পরশ হরিতে পারলোনা কেহ  ;
কালের পরে অগণিত কাল.. তুমি রবে বিশ্ব প্রাণ জুড়ে ,
আলেখ্য তব চপল সদা,অনন্ত কালের বাসি তুমি হৃদয় অন্তঃপুরে।।