আদিম আমল, যখন পৃথিবীর সূচনা
ভাষা হীন , নগ্ন নরের বসবাস
সমাজ কিংবা সভ্যতা ছিল নিখোঁজ,
খাদ্য ছিল ফল , পাতা , কাঁচা মাংস।
বিবর্তন বাদে ভাষা এল , হল অগ্নি সঞ্চার,
দলবদ্ধ হল , সমাজ হল সৃষ্টি ,
তাও নগ্ন সমাজ ।


ক্রমবর্ধমান বিবর্তনে পােশাক এল,
সভ্যতা এল , হল রাজা - মহারাজার আবির্ভাব,
প্রাসাদ হল - অট্টালিকা হল,
লণ্ঠন হতে বিদ্যুৎ হল,
গরুর গাড়ি হতে রকেট হল,
আদিম হতে বিংশ শতকে উপনিত হল,
পরিবর্তন শীলতায় ক্রমে ক্রমে পরিবর্তন হল।


সেদিনের সেই সুর্য টা আজো নতুন ,
সেদিনের সেই মন মাতানো ফুরফুরে বাতাস আজো আছে,
তবুও সমাজ টা নাকি বিষাক্ত !


বিষ রয়েছে তােমাতে - আমাতে,
বিষ রয়েছে মােদের মানসিকতাতে,
কেবল আদিমাবস্তায় নগ্ন সমাজে হয়নি বিষ উদযাপন,
কেবল অত্যাধুনিক সভ্যতায় বিষের সাগরের নয় উদ্ভব,
সৃষ্টির স্রষ্টায় ক্রমে ক্রমে বিষের সঞ্চার
বিবর্তন বাদের মত।


মুক্ত পৃথিবী উপহার দিতে সমাজ কে পাল্টানাে নয়,
কিংবা সভ্যতা কে নয় দোষারপ,
চলাে পাল্টাই তুমি - আমি,
পাল্টাই আমাদের মানসিকতা,
বিনিময়ে উপহার দেই এক স্বচ্ছ মুক্ত পৃথিবী ।