ধর্ষণের প্রতিবাদে
...............তপন বাড়ৈ...(২৩/০৭/২০১৭)
................................................
স্বাধীনতার শত প্রায়, মুহূর্ত কিছু বাকি,
স্বাধীনচেতা মানুষ আমরা স্বাধীন ভাবেই থাকি।
রোজ সকালে চ্যানেলে চ্যানেলে ধর্ষণ আর ধর্ষণ
প্রাতঃকালীন সংবাদ পত্রে আমাদের দেয় দর্শন।
কাশ্মীর হতে কন্যাকুমারী- গুজরাট হতে বঙ্গ,
ধর্ষণ আর ধর্ষণের জালে জড়িয়ে সর্ব অঙ্গ।
তিন বছরের কুড়ি কিংবা ষাট বছরের গোলাপ,
ছাড় পায়নি ষন্ডের মুখে সোনেনি তাদের বিলাপ।
নজর বুঝি দিনের উপর বছর তো অনেক দূর,
পাসন্ড দের কঠিন হৃদয় শোনেনা কান্নার করুন সুর।
উল্লাস আর হিংস্র থাবায় রাক্ষুসে ঐ মন ভরে,
মিলন ভেলায় গা ভাসিয়ে রক্তে-রক্তে স্নান করে।
.
সভ্যতা আজ হাইটেক আর ইন্ডিয়া ডিজিটাল,
হাতের মুঠোয় চলবে ভারত রোবটের ন্যায় অবিকল।
আধারে সব লিংক করাবে কালোবাজারি বন্ধে,
দেশটা ভীষণ স্বচ্ছতা পাবে ডিজিটাল-হাইটেকের গন্ধে।
.
ভীষণ ভালো, স্বচ্ছতা পাক, ডলারের সমান হোক,
হাইটেক কিংবা ডিজিটাল নেশায় মাতুক সকল লোক।
তাইবলে কি হাইটেক ভাবনায় ধর্ষণে দেশ মুরবে !
মা বোন কি এভাবেই বুঝি আতঙ্ক জালায় পুরবে ?
স্বাধীন ভারতে এটাই কি তবে নির্মল স্বাধীনতা !
সভ্যতাও কাঁদছে অসহায়,পালন করছে নীরবতা।
বাতাসে বাতাসে রব ভাসছে রুদ্ধ শ্বাসের আর্তনাদে,
অসহায় নারীর নষ্ট জীবন মরছে পুড়ে অপবাদে।
আর নয়... এই ধর্ষণ ধারীর অপরাধের হোক ন্যায্য বিচার,
অন দ্যা স্পট, ডাইরেক্ট ডেথ, এনি টাইম-এনি হয়ার।
কালো হাতের ঐ কালো স্পর্শ নিমেষে হোক জব্দ,
কলি কালের ঐ কালো হাত ধারীর রুদ্ধ হোক বাক শব্দ।