জঞ্জাল বংশ
______তপন বাড়ৈ
..................03/07/2005
এই বিশ্বতলে
অর্থলোভির দল চলে দলে দলে
ওরা সাম্রাজ্যবাদি
ওদের মনো গহিনে নেই কোন সাম্যবাদী
ওরা নিঃসংসয়,পদতলে-
জঞ্জাল বংশ মারিয়া চলে,
যুগে যুগে বৈশ্যের বংশ
নিপিরন করে,জঞ্জাল করে ধ্বংশ।
..
তবুও সর্বস্রেষ্ঠ জঞ্জাল,
পৃথিবীর সর্ব নিন্ম স্থানে করে চলাচল।
তারাই খাদ্যের যোগান দেয়
দিল্লি আর বোম্বাই।
পাঞ্জাব,হরিয়ানা,দেয় গুজরাটে
রাজস্থান আর মহারাস্ট্রে।
ওরা পৃথিবীর আনাচে-কানাচে
খাদ্যের যোগানদেয় এই বিশ্ব মাঝে
ওরা রাখেনা মনে কোনো পূজো-পার্বন
ওরা কেবল শ্রম কে করে নিরুপন
ওদের রাত্রি পরেনা চোখে,আধার কেটেজায়,
সুধু পরের বোঝা মাথায় নিয়ে রাস্তা বয়েযায়।
ওরা প্রতিটি সময়-
পৃথিবীর খাদ্য তহবিলে জমায়।
যদি সন্তানকে স্নেহ দেবে বলে মুহুর্ত সময় করে নস্ট
পরক্ষনেই আহার পায়না,ক্ষুদায় পোহাতে হয় কষ্ট।
ওরা জঞ্জাল বংশ
তবুও পৃথিবীর একটি অংশ,
ওদের উপর নির্ভর
এই বিশ্বের বিচীত্র সংসার।।