মহাশ্বেতা দেবির প্রতি'
...শ্রদ্ধাঞ্জলি...
................তপন বাড়ৈ(28/07/2016)
সান্ত ছিলে তুমি,
অঙন যতই কোলাহলের হোক
তোমার দুয়ার ছিল সান্ত।
/
আদিবাসি কিংবা সাওতাল
নবরূপে দিলে পরিচয়,
মানব সমাজে নতুনভাবে বাঁচতে শেখালে।
/
জ্ঞান ভান্ডার ছিলগো উদার
কৃপনতার বিন্দু নাইগো খোজ,
সাহিত্য সিমায় পূর্ন মহিমায়
আপনারে সপিলে রোজ।
/
মানবাধিকারে বিপ্লব তুলিলে,
সাহিত্যে মানবের ভেদাভেদ ভোলালে।
/
আজি এ আঠাশ স্নিগ্ধ বাতাস
কোলাহল চারিধার,
সান্ত কেবল তুমি,সান্ত তোমার ভূমি
সান্ত সাহিত্য দ্বার।
/
তোমার অবদান সাহিত্য সিমায়
পুনর্জন্ম দিল তোমায়,
/
বিংশ শতকের রানি তুমি উজ্জ্বল প্রতিচ্ছবি,
লহ প্রনাম হে সাহিত্য মাতা,মোদের প্রানের মহাশ্বেতা দেবি।।