আর চাইনা এই মোমবাতি মিছিল
ঘুরে দাড়াবার সময় এসেছে
বাতাসে বাতাসে ঝঙ্কার উঠেছে রুখে দাড়াবার


যে মাতা তার চোখের জলে গড়েছে বিশাল সিন্ধু
যে পিতা তাঁর যন্ত্রণা অনলে পুড়িয়েছে প্রতি বিন্দু
ছড়িয়ে পরুক দিক দিগন্ত তাদের প্রতিবাদ
ঝলসে যাক তাদের বিক্ষোভ
বিপ্লবের ঝড় উঠুক


সন্ত্রাস বাহিনী রাক্ষসের দল
ছারখার হোক


ধ্বংস লীলায় মেতে উঠুক তারা
যাঁরা কোল শুন্য বুকে
সন্তান হারা শোকে
প্রদীপের শিখার ন্যায় জ্বলেছে দিবারাত্র
যাঁরা সয়েছে শত জ্বালা
কন্যা হারাবার ব্যথা বুকে নিয়ে অসহায় পথ চলা
অবসান হোক তার


এসো আজ সবে মিলে
হাতে হাত রেখে শপথ করি প্রতিবাদের অনলে
চোখের জলের সমাপ্তি হোক
হোক নারী অত্যাচারের অবসান
আর চাইনা শোক প্রকাশের অন্য কোন মোমবাতি মিছিল।