নিস্তব্ধ লাইব্রেরি,
দেওয়ালে ঝুলন্ত ঘড়ির প্রাণহীন পাখি দুটি
নিঃশব্দে তখনও ঝুলছিল,
বইয়ের পাতা উল্টানোর খসখস শব্দে
পর্যবেক্ষকের চশমার কাচের উপর দিয়ে
চোখ দুটো বেরিয়ে আসতে চেয়েছিল,
কোনের টেবিলের তলে তখন তোমার পা
আমার পায়ে আলিঙ্গনে ব্যস্ত,
হঠাৎ দমকা বাতাস,
জানালার কাচে আচমকা সংঘর্ষ শব্দ,
তোমার শরীরী ঝাঁকুনি,
লোডশেডিং,
নিমেশে মিশমিশে অন্ধকার,
অর্ধনারীশ্বর,
কোমল ঠোঁট, গোলাপের সৌরভ,
ফ্যাকাসে মেকাপ,আধমোছা লিপস্টিক,
অবশেষে নিঃশব্দ বিচ্ছেদ।


লাইব্রেরি আজো নিঃশব্দ, নিঃশব্দেই পাখি দুলছে,
আজো সেই টেবিলে নিস্তব্ধতা বিরাজমান ,


নিঃশব্দ বিচ্ছেদে
স্মৃতিরা নিঃশব্দেই চাপা,
কেবল নিস্তব্ধ এ বুক জুরে তোমার নিঃসঙ্গতা
আজো নিঃশব্দেই প্রবাহিত।