ব্যালকনিতে প্রিয়া আমার চুল শুকোতে এলে
রৌদ্র তুমি শুকিয়ে দিয়ো তোমার ডানা মেলে
কাজল চোখে চোখ মিলিয়ে কাজল তুলে নিও
ভিন দেশের এই খোলা ছাদে আমায় এসে দিও
প্রিয়া আমার জানতে চাইলে, চুপটি করেই থেকো
লাজুক ঠোঁটে নামটি আমার গোপন করেই রেখো
গল্প কোরো, ঠাট্টা কোরো, হাসতে দিও তাকে
প্রিয়ার কাছে লুকিয়ে রেখো আমার কান্না টাকে
দিন ফুরোলে রৌদ্র তুমি চাঁদের শরীর হতে
জ্যোছনা হয়ে লুটিয়ে পোড়ো প্রিয়ার আঙিনাতে
পায়ের নুপুর, কানের দুল, ছুঁয়ে কোমর বিছে
জ্যোছনা রাতেই পরশ দিও ভিন দেশেতে এসে
প্রিয়া আমার চুলের খোঁপায় গোলাপ গুঁজে নিলে
জ্যোছনা, না হয় ভ্রমর হয়েই গোলাপ ছুঁয়ে দিলে
পড়লে ধরা শাস্তি নিও, দিও আমার নাম
প্রিয়ার কাছে নালিশ দিও, কোরো বদনাম
জানিয়ো তাকে, একটা ঘড়ির পুরো সময়টাকে
দিব্যি তোমার গল্পে কাটায়, তোমার স্বপ্ন দেখে
শ্রবণ করে প্রিয়া আমার করতে পারে মান
বাঁশির সুরে ভাঙিয়ো তবে প্রিয়ার অভিমান
মিথ্যে বলে লুকিয়ে নিও আমার মনের কথা
প্রিয়ার ঠোঁটে তুলো হাসি ভুলিয়ে সকল ব্যথা
হাসুক প্রিয়া, ঝরুক খুশি মনের বারান্দায়
প্রিয়ার মনে পলাশ ঝরুক বসন্ত সন্ধায়।