যে মায়ার বাঁধনে মোরে বেঁধেছিলে...
সে মায়ায় জর্জরিত হল মন,
চঞ্চল হতে ধীর হলেম,ধীর হতে স্থির,
আনমনা হলেম সে মায়ায় সারাক্ষন।
বিনি সুতোর মালাটি ছিল ঝকঝকে,
দৃষ্টি ছিল চমক আর ঔজ্জ্বল্যতায়,
সুতোটি এমন নরম মানের হবে....
সত্যি সেটা বোঝা ছিল দায়।
বাঁধন সেতো ছিরলো চুপিসারে,
ছিন্ন হল একটি অবুঝ মন,
যে পথের বাঁকে দুজন মিলেছিলেম...
সে পথেই আবার হারালাম দুজন।
নিশিজাপন হলেম অবশেষে,
প্রহর গুনে আধারে হাতরাই,
জীবন তরী আলোর ছটাক পেতে....
আধার ঠেলে আধারেই সাঁতরাই ।।