রাখী
........তপন বাড়ৈ(18/08/2016)
_________________________
প্রতি রেনু তোর পরশের উষ্ন আভাষ
উপভোগ করে,
প্রতি বিকেলের কানামাছি ভোঁ-ভোঁ
যাকে পাবি তাকে ছো
কাপড়ের পট্টিতে বাঁধা চোখ
আর তোর মধুর ঘ্রাণে তোকে জড়িয়ে ধরা
আমার হৃদয় গহীনে জ্বালা বাড়ায়,
তোকে পাবার তীব্র জেদ চেপেবসে আমাতে।
..
আয় আজ আমরা এক নতুন সম্পর্ক গড়ি,
ডান হাত টা বারিয়ে দিয়েছি,
দেখেছি ও বাড়ির পদ্ম তার দাদার ডান হাতে
রাখী বেঁধেছে,
ওদের ভাই-বোনের পবীত্র বাঁধন কে আরো শক্ত করতে।
তুই ও একটা রাখী নিয়ে আয়
শক্ত করতে আমাদের ভালবাসার বাঁধন,
শক্ত করতে তোর-আমার নড়বড়ে এই প্রেমের বাঁধন।
..
কেন,মনেনেই!ভুলেছিস কি ইতিহাসের কথা,
যেথা বিশ্ব বরেন্য বিশ্ব কবি রবি ঠাকুর
হিন্দু-মুসলিম ঐক্য গড়তে প্রথম বেঁধেছিলেন রাখী।
..
আয় আমরাও ইতিহাস গড়ব,
ভাই বোনের পবিত্র বন্ধনের সাথে তোর আর আমার
নড়বড়ে প্রেমের বন্ধন ও শক্ত করব।
..
এ রাখী শুধুমাত্র ভাই আর বোনের নয়
এ রাখী হোক তোর আমার,আমাদের সকলের,
ভ্রাতৃ বন্ধন কিংবা প্রেমের বন্ধন না হয়ে
বন্ধন হোক সকল স্রোতের।
হিংসা বিদ্বেষ সকলে ভুলুক।
এ দিনটি শুধু রাখীর দিন না হয়ে
হয়ে উঠুক মহা মিলনের দিন।
..
জা একটা রাখী নিয়ে আয়,
যার সূচনা হোক তোর আর আমার হাতেই।