ধর্ম তোমার ভীষণ স্বচ্ছ কালি তোমার মনে,
ধর্ম টাকে দোহাই দিয়ে কালির আবরণে
সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাও, মরে সাধারণ,
মরি আমি,মরো তুমি,মরে অকারণ।
রক্তে রক্তে রাঙাই মাটি,রাঙাই মহাকাল,
রক্ত স্রোতে ভেসেও আমরা বুঝিনা রক্ত লাল,
তোমার রক্ত আমার রক্ত,রক্ত সবার এক,
রক্ত যুদ্ধে উন্মাদ সকল বর্বর-আহাম্মক।।


ধর্মের কোনো স্বচ্ছ ধার্মিক অন্য ধর্মের নিন্দাতে...
শুদ্ধ মুখে করায়না বিরাজ, আপন হতে আপনাতে।
আল্লা-খোদা কিংবা গড,নয় তো ঈশ্বর-দেব-দেবী,
সকল নামের অর্থ এক,ধর্মে ধর্মে অন্য দাবি।
আকার কিংবা নিরাকার, মহা শক্তির উৎস এক,
কল্যাণ তার প্রধান কর্ম,জ্ঞান দানের উৎসেচক।
প্রভাত বেলায় খোলো নয়ন সবার সূর্য পুব দিকে,
রঙের বাহার সঙ্গে নিয়ে উদয় হয় মহা পলকে।
তোমার ধর্মে দিবস যখন... আমার ধর্মে রাত্রি নয়,
তোমার দিবস তোমার রাত্রি আমার দিবা-রাত্রি হয়।।


তবুও কেন ধর্ম নিয়ে যুদ্ধ খেলায় তুমি আমি !
নাশ করি সব নিরিহ প্রাণ, নাশ করি সব আমার আমি !
তোমার ধর্ম থাক গো তোমার,আমার ধর্ম থাক আমাতে,
মানুষ আমরা সর্বপ্রথম, মনুষ্যত্ব থাক হৃদয়েতে।


এসো সকল ধর্ম মিলে শপথ করি আলিঙ্গনে,
মানব জাতির বিনাশ কভু ধর্মের ছলে না হানে।
মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম,মনুষ্যত্বই জাতির কুল,
মনুষ্যত্বই বাচায় প্রাণ, মনুষ্যত্বই শোধরায় ভুল।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনে মাতুক সকল প্রাণ,
সকল হাতের মেলবন্ধনে সমস্বরে গাই সাম্যের গান।
তোমার আমার ধর্ম নয়,বিনাশ করি হিংসা-রাগ,
আপনা হতেই স্বচ্ছতাতে মুছবে সকল রক্তের দাগ।