আকাশ বড় ক্লান্ত,
বুকের মাঝে শান্ত পাখি উড়তি পথে শ্রান্ত ;
দল ছুট ঐ খণ্ড মেঘের এধার-ওধার চলা ,
বুক চিরে তার ফাটল আগুন... নীরব... যেন ঢলা ।
বাতাস বহে হিমেল বিনা, নদী বহে ধিরে ,
পাহাড় যেন একলা কাঁদে শেষ সীমার ঐ তীরে ;
শতাব্দীর ঐ সবুজ গাছে বক-শালিকের শূন্যতা ,
বুকের মাঝে ব্যথার ঢেউ-এ রূপ দিয়েছে পূর্ণতা ;


ঝাঁঝালো সব তাজা রক্তের গন্ধে ভরা সমাজ টি,
সভ্যতা ও পিছিয়ে গেছে,আদিমতায় পরিপাটি ।
ধর্ম-ধর্ম রব উঠেছে মানব ধর্ম নিপাত যাক ,
মানব শেষে ধর্ম বিনাশ, জেনেও সকল আহাম্মক....
ধর্ম নিয়ে যুদ্ধ করে, ধ্বংস করে মানব প্রান ,
ভুলেই গেছে মানব ধর্ম,ভুলেই গেছে সাম্যের গান ।
ধর্ম সৃষ্টি মানব হাতে, মানব সৃষ্টি ধর্মে নয় ,
ধর্ম পরে মানব আগে, সত্য যে আজ বোঝা দায় ;
ধর্ম বাঁচাও আন্দোলনে রক্ত যে আজ মূল্য হীন,
মা-আম্মার চোখের জলের শোধাবে কে করুণ ঋণ।


ধর্ম খেলার যুদ্ধ টাতে তুমি-আমি মরছি সব ,
যুদ্ধ যারা বাঁধিয়ে দিল উচ্চে তাদের হাসির রব
ভীষণ কৌতুহলি! আর কূট রাজার ঐ নীতি
জেলে-মাছের শত্রুতাতে জল-জালের ঐ প্রীতি।


উচ্চে থাকুক উচ্চ মানুষ নিম্নে মোরা একসাথে...
ধর্ম দ্বন্দ্ব ভুলে গিয়ে মানব ধর্মের প্রেম হাতে...
এসো রক্তের গন্ধ বাতাস হতে জানাই বিদায় মুক্ত মনে,
ভরসার ঐ পরশ ঢালি মা-আম্মার হৃদয় কোনে ,
ধর্ম তোমার-ধর্ম আমার, ধর্ম থাকুক ধর্মে-ধর্মে ,
উচ্চে থাকুক মানব ধর্ম,বিনাশ না হোক অপকর্মে ;
আলিঙ্গনে ডাকি সবে মানব ধর্মের বিজয় ডাক ,
সভ্যতা কে স্বচ্ছ করি মুছে সকল রক্তের দাগ ।।