কোন এক রামধনু বিকেলে
যদি কোনো পূর্ণ যৌবনা চাঁদ নীলচে আকাশে দেখা দেয়
তবে তোমার মধ্য শরীরে ওঠে ঢেউ,
পার ভাঙে......


নিমেষে চোখ বন্ধ


এক অন্ধকার রাস্তা ধরে ওঠো মোহনার কোনো এক
ঘন্টায় আটশো টাকার বদ্ধ কামরায়
অভিজ্ঞ মাঝির মত পাল তোলো নিথর নৌকায়


গভীর সমুদ্রের মাংসাশী প্রাণীর ধারালো দাঁতে রক্ত লেগে থাকেনা


ঢেঁকুরের সাথে উঠে আসা গন্ধ চাপা পড়ে সিগারেটের ধোঁয়ায়


প্রিয়জন এসে ধাক্কা দিলে খোল চোখ
ক্যাবলার মত সরল হাসি হেসেই নত কর মাথা
প্রমাণিত হয় একটি খাঁটি বিশুদ্ধ ছেলে


আড়ালে তখনও উঁচু উঁচু পাহাড় আর নৌকার গন্ধ লেগে তোমার চোখে
মধ্য শরীরের লুকায়িত ঢেউ এর সতস্ফুর্ত আন্দোলন টা  
মিছিলের শহরেই ঠিকানা বিহীন ভাবেই হারিয়ে দাও


প্রেমিকার চোখে ধরা পরে গেলে
দু একটা রোমাঞ্চকর কবিতার লাইন পড়ে নিজেকে ব্যাখ্যা কর রোমাঞ্চ কবি।