শহরের শূন্য গলিতে উচ্ছ্বসিত উথাল বাতাসের ভয়ংকর ঢেউ।


জনহীন... নির্জনতার দিগন্ত গগন-ভূমির মিলন স্থল।
বাগ্‌বিতণ্ডার প্রহর বিরাম চিহ্ন টেনে...
নিস্তব্ধতার আদুরে চাদর লেপটে
বিনাশের যুদ্ধে একাগ্র পর্যবেক্ষক।


চৌমাথার জমাটি কুকুরের সুরেলা কান্না
হৃদয়ের কোণে বিস্তর জড়তার এক তাজমহল গড়েছে।
কাকের কর্কশ কণ্ঠ আর সশব্দ ডানার ঝাপট জানান দিচ্ছে
চূর্ণ গৃহে কাক শিশুটির অকাল মৃত্যু,
কোকিল টি তখন নিঃশব্দে পাশের ডালে বুক চাপড়াচ্ছে,
আর হৃদয় প্রিয় কোন আপনজন হারানোর বেদনা বইছে।


পদ্মা-গঙ্গা কিংবা কোন কালো সমুদ্রের মাঝে
শ্বেত পদ্মের সংগ্রামী জীবিকার খোঁজে কোনো জেলে
কিংবা উদ্যম উৎসাহে নতুন কোনো দেশের সন্ধানে নাবিক
নিজেই নিখোঁজ, কম্পাসে কোনো দাবি রাখেনি কেউ।


তুমি সাইক্লোন,তুমি মরণ দেবতার রূপ,
ধ্বংসে তোমার তাণ্ডব নৃত্যই জীবনের মৃত স্তূপ।
কত কোল শূন্য হল,ঝরিয়ে নয়নজল,
কত স্বপ্ন চূর্ণ হল তলিয়ে সীমায় অতল,
হিসেব সবই বন্দী তোমার বগল চাপা খাতায়,
তবুও তুমি আগন্তুক এ মরণ খেলার পাতায়।
ধ্বংস করো নিরীহ প্রাণ, নিস্তব্ধ কত বুক,
চূর্ণ করে তোমার প্রলয় স্বপ্নের রঙিন সুখ।।