এলো কেশের আল্ত উচ্ছ্বাস
মৃদু পায়ের চলন তরঙ্গ
কুচি শাড়ির ঢেউ
আচল উড়ছে বাতাসের ছন্দে;


উচ্চ গগনে মেঘমল্লার বুক চিরে
সান্ধ কালিন আধফালি চাঁদ
আর তার দুষ্টু চোখের আঁকি বুকি
হরন করতে-
হরিনি তোমার কাজল মাখা চোখ,
টোপ ফেলেছে;


ধরা-অধরা লুকোচুরির
জ্যোৎস্না মাখা দেহ
তারার সাথে ভাব মিলিয়ে
ভাবনা হিন কল্পনায় অধরা রয়েছো আজো;


সখি লাবণ্য তুমি জুরে,
অধরা ভূমি ধরা দিলে তবে পূর্ণতা,
রাঙা সিথি হোক তব অধিক লাবণ্য,
পূর্ণতা আসুক সকল শূন্যতা কে জুরে,
তারা সকল হোক বন্ধু স্রোতের ঢেউ,
জীবন মরনের সঙ্গী হয়ে আছরে পর বুকে।।