(১)
প্রভাত হল খোকন তুমি
ওঠো ঘুম থেকে
দাত মেজে মুখ ধুয়ে
অলসতা রেখে
শরীরের চর্চা কর
হাটতে তুমি যাও
সকালের সূর্য কিরণ
শরীরে লাগাও
সাস্থ হবে ভালো
আর সতেজ রবে মন
আগামীতে সুখে তোমার
থাকবে জীবন।


(২)
শরীরের চর্চা শেষে
স্নান সেরে নিয়ে
বাদাম পেস্তা ছোলা
মুঠো ভরে খেয়ে
খুশী মনে খোকা
পড়ার ঘরে বসে
আনন্দে বই পড়ে
হেঁসে অঙ্ক কষে
সহজেই শেষ করে
জটিল সমাধান
বিদ্যাতে বাড়ায় তার
পিতা মাতার মান।


(৩)
পড়া শেষে খোকা বাবু
খাবার ঘরে আসে
খাবারের থালা নিয়ে
মা মিষ্টি হাসে
সযত্নে খোকা বাবু
বসে খাবার খায়
খাবারের শেষে খোকা
বিদ্যালয়ে যায়
বিদ্যালয়ে গিয়ে খোকা
মন দিয়ে পড়ে
শ্রেণির সকল গুরু
গর্ব বোধ করে।


(বিঃদ্রঃ- চলবে.....)