অবশেষে নৈশ পেরিয়ে প্রাপ্য একমুঠো অবহেলা


শুঁয়োপোকার সুপ্ত শরীর জুড়ে চুম্বন বিছিয়ে
এক ঐতিহাসিক পর্ব সৃষ্টি
ধাপে ধাপে আবিষ্কার কর প্রজাপতি


শরীরের শিকড়ে শিকড়ে জমানো সমস্ত আদর
অ-প্রেমের মিছিলে বিপ্লবের স্লোগানে
শুধু ক্লান্তি ডাকে....... ভালোবাসা নয়


চুপ কথারা'ও অভিমানী হয়, কাটাকুটি খেলে মনে
বালির শরীরে রেখে যাওয়া পায়ের ছাপেও একাত্মা হওয়া যায়


শরীর ছুঁয়ে শুধু প্রেম নয়.... শত অবজ্ঞাও মেলে


পিচ রাস্তার বুক চেড়া ট্রাম লাইনের সমান্তরালতাও জানে
একটি নিখাঁদ প্রেমের আত্মকথা।