সংকোচ কোরোনা, তোমার নেত্রদ্বয় খোলো,
আঁধার কাটিয়ে ধরায় ধরায় প্রভাত যে ওই হোলো;
কোকিল শোনো ডাকছে কুহূ ভাঙাতে তোমার ঘুম,
পায়রা গুলো মিঠেল সুরে ডাকছে বকবকম;
দুয়ার খোলো প্রভাত দেখো দ্বারের ওপারে...
বরণ ডালায় দারিয়ে তোমায় বরণ কড়ার ত্বরে ;
পূব গগনে উঠলো ভেসে দিনের মহারাজ ,
সোনালী আভায় ভোরিয়ে দিলো স্নিগ্ধ প্রভাত আজ ;
শাপলা দেখো লাজ ভেঙে তার ঘোমটা খুলে দিয়ে...
মৌমাছি কে দিচ্ছে যে মৌ আলতো পরশ নিয়ে ;
ডাকছি তোমায় বাইরে এসো যায় যে বয়ে বেলা ,
দূর্বা ডগে শিশির বিন্দু সাতটি রঙের খেলা  ;
খোলো আঁখি আঁখি খোলো বারাও দুটি হাত ,
শিউলী মাখা গন্ধে তোমায় জানাই সুপ্রভাত ।।