সুপ্ত ভালবাসা
...........তপন বাড়ৈ..(১৮/০৭/২০১৭)..
....................................................
জানোতো তিথি..
আমার আকাশে কতকাল হল রৌদ্র ওঠেনি,
কত প্রভাত ক্লান্ত চোখে আকাশ দেখেছি,
একরাশ ব্যর্থতার কিংবদন্তি হিসাব...আর
মাটির বুকে সায়িত কিছু শিউলির বিলাপ
ব্যথিত হৃদয় কে আরো ভারাক্রান্ত করেছে,
তবুও... তোমার কাছে একটুকরো সূর্য চাইতে আসিনি।
.
দেখেছি তোমায় নিস্পলকে,নিবিড় চাউনিতে।
.
গভীর স্রোতের চলমান কচুরিপানার মত
নির্মল আকাশের তলে
চঞ্চল স্রোতে ভেসেগেছো অজানায়।
.
তোমার কলেজ ক্যাম্পাসের সবুজ মানচিত্র
আর তোমার গচ্ছিত কুচির কালো শাড়ি
কতবার আমায় ব্যাকুল করেছে,
মুগ্ধ করেছে তোমার কচি ঐ রাঙা ঠোঁটের মৃদু হাসি।
আমার ব্যাকুল চোখের নির্লজ্জ চাউনি
বিলীন হয়েছে অজানায়।
আমার আকাশে একগুচ্ছ বৃষ্টি এসে
কতবার এ নিথর শরীর ভিজিয়েছে তোমার মুগ্ধতা।
.
তবুও... কখনো মিলনের আহ্বান প্রকাশ করিনি।
.
আমার খড়-কুটোর জীবন,
তোমার অট্টালিকার আবরণ... বড় তুচ্ছ নিতান্তই,
চশমার মোটা কাঁচের আড়ালে নীরবতার সহিত
ভালবেসে গেছি নিরন্তর,
.
কখনো প্রশ্ন করোনি,
জানা-অজানার ভিরে মিলিয়ে গেছি অবশেষে।
.......................................................