তুমি অহংকার আমার, শিরান্তরের রক্তিম নির্জাস ,
মেঠো পথ তুমি কলমি লতায় ছুঁয়েছ বারোমাস ;
অহরহ তুমি ভেসে আছো মোর নিশাচর দু-চোখে ,
সুপ্ত প্রভাতে সূর্য তুলেছ আধারাচ্ছন্ন বুকে  ;
ধুলোয় জমা সেতারের শরীরে সঞ্চার হোলো প্রাণ ,
অলীখ সুখের হিমেল সুরে কণ্ঠে দিলে গান  ;
তুমি অহংকার , আমার কবিতার প্রেয়সী ,
যৌবনা মোর কবিতা শত শ্রাবণ ধারায় তোমায় দিয়েছি  ;
ঝড় তুলেছ মরুড় বুকে জল পেয়েছে চাতক ,
তোমার দিশায় রঙ পেয়েছে হারিয়ে জাওয়া যাতক  ;
আধার ঘোচালে আধার ভুবনে আলো যে দিলে ঢেলে ,
অভিশাপ শত নিঃশ্ব করে প্রভাত হয়ে যে এলে  ;
তুমি যে আমার স্বপ্নিল অহংকার ,
প্রোতি নিঃশ্বাসে স্বরন কেবলি তোমার শুধু যে তোমার  ;
দিবস রজনী সুখ সঞ্চার কারিণী মিঠেল রোদের বাঁকে ,
রঙ তুলীতে সমুদ্র সুখ এ বক্ষদেশে আঁকে।