গ্রাম টা আমার ভালো নেই,
শুধু কি গ্রাম !
শহর-তলী, অলি-গলি কিচ্ছুটি আজ ভালো নেই,
সমাজ ভালো নেই, রাজ্য ভালো নেই,
ভালো নেই আমার দেশ।


পুরো দেশ'টাই আজ আতঙ্কে জর্জরিত
সন্ধে নামলেই কিছু নিশাচর পশুর ভয়ানক মারণ তান্ডব
প্রতিনিয়ত ধরনীর বুকে ডেকে আনে রক্তাক্ত সঙ্গম,
প্রতিনিয়ত ধ্বংস করে একের পর এক নিষ্পাপ ফুল
উপভোগ করে বৃন্ত ছেঁড়া নগ্নতার সেই বুক ফাটানো আর্তনাদ।


আমার দেশটা আজ স্বস্তিতে নেই,


আম্র মুকুলের সৌরভে মুখরিত বাতাস আজ রক্তের গন্ধে ছেয়ে গেছে
শরতের আকাশে শিউলি ফুলের সুবাস কিংবা নুতন চালের নবান্ন
ঢেকে গেছে সব রক্তের গন্ধে,
শুরু হয়েছে প্রাণ বিনাশের পালা।


মিছিলে মিছিলে ভরেছে রাজ পথ
মোমবাতি'টা গলেই হয়েছে শেষ
কালো কাপড়ে বেঁধেছে চোখ ,
মুখ বেঁধেছে,বধির হয়েছে সবাই
জাস্টিস শুধু শব্দেই রয়ে গেছে,
দেওয়ালের লেখনে  ভেসে রয়েছে প্রতিবাদ,


দেশ টা কিন্তু আজও অস্বস্তিতেই ভুগছে।।


.................................13/01/2020.....