দিগন্ত আকাশের বুকে এক শঙ্কা বাহিনীর জোরাল জিজ্ঞাসা চিহ্ন
সমগ্র পৃথিবী টাকে বন্দক রেখেছি সময়ের কাছে,


ইরানের ইমাম রেজা মাজার কিংবা স্পেনের বেসিলিকা-ক্যাথিড্রাল
কম্বোডিয়ার অ্যাংকর ভাট কিংবা ইন্দোনেশিয়ার বোরোবুদুর
লস অ্যাঞ্জেলেস হতে বেইজিং কিংবা নিউইয়র্ক হতে মুম্বাই
দিল্লি কিংবা কলকাতার সেই চেনা রাজপথ
জনসমুদ্রের কোলাহল যুক্ত প্রতিটি প্রাচীরে প্রাচীরে
প্রতিটি ইঁট - কংক্রিটের বুকের পাঁজরে আজ হাহাকারের শব্দ


প্রকাণ্ড পৃথিবীটা এখনো লঙ্ঘন করেনি অভিকর্ষজ ত্বরণের টান
দিন আসে দিন যায়, স্যাঁতসেঁতে সন্ধ্যা পেড়িয়ে আসে রাত্রি
পেঁচার প্রহরী চোখে ধরা পরে বৃহৎ কবর খননের দৃশ্য
আমি আছি আমাতে, হয়তো তোমাতেও কিছুটা আছি শরীর জুড়ে
নিশ্চয়তার বাক্ রোদে শুকোতে দেওয়া বরফের টুকরোর মতো
কে জানে আর কতক্ষণ
সাবধানতা অতিক্রম করলেই মুখোমুখি হতে হবে কবরের
তবুও প্রিয়ার মুখের ফ্যাকাসে হাসি
পৃথিবীর বুকে নখের মৃদু আঁচড় কেটে অস্পষ্টে স্বরে বলে জায়
ভালো থেকো, পৃথিবী তুমি ভালো থেকো।