জাতীয় সড়ক, তার পাশে দাঁড়িয়ে
            একটি বিজ্ঞাপন
পথ চলতি মানুষ তাকে এড়িয়ে
             চলে আনমন।
ছোট একটি ছেলের মনে প্রশ্ন জাগে
             বাবা ওটা কি ?
অপ্রতিভ বাবা কিছু না বলে, রাগে
             বড় হয়ে বুঝবি।
ধমক খেয়ে অবুঝ মন চঞ্চল হয়
             অনেক প্রশ্ন জাগে
বাবা কেন বকে, কেন রেগে যায়।
             বড় হই আগে-
দু’টি ছেলে মেয়ে ছবি আটকানো
             মাঝখানে টুপি
‘নিরাপদে থাকুন’হয়েছে জানানো
             আঁকে চুপিচুপি।
এইটুকু মনের ক্যানভাসে হল আঁকা
             বাবা হাটে জোরে
আরো কিছু ছিলো হয়নি তা দেখা
            বাবা মোড় ঘোরে।


রচনাকাল ঃ ০৫/০২/২০০৭