আমি   পাইনি তোমার প্রেম
          ইছামতির তীরে
          জনমানুষের ভীড়ে
           খেলেছ কতই গেম
তবুও    পাইনি তোমার প্রেম।


তুমি    শাওন ভাদর মাসে
          আমার হৃদয় জুড়ে
          দেশ-বিদেশে ঘুরে
          বুকের বাম পাশে
আমার  মনে সেসব ভাসে।


তোমার বুকের শুকনো ঘর
            ভরিয়েছিলাম আমি
            জানেন অন্তর্যামী
            নই তো ধুরন্ধর
তুমি      করলে আমায় পর!


তোমার   সুখ ছিল না মনে
               আকাশ সাগর তীরে
               হুমড়ি খেয়ে পড়ে
               নিয়েছিলাম চিনে
     তুমি     আসলে এ জীবনে।


তোমার  চোখের মুক্তামালা
              মরিচিকার মত
              অধর ইচ্ছে যত
              ধরিয়েছিল জ্বালা
আমার   চোখ ভেজে দু'বেলা।


রচনাকালঃ ১১/১১/২০১৬