কন্ কনে শীতে           হাড় কাঁপানিতে
             এ কী এলো বৃষ্টি
পশম পোশাকে           জন্মের ত্বকে
               ভিজে অনাসৃষ্টি।
করুণ চাহুনি              সুযোগ পাইনি
              কোথাও পালাবার
অসময়ে এসে             এক নিমেশে
               সব একাকার।
ভিজে জুবুথুবু             একেবারে কাবু
               কাঁপে ঠক ঠক
ঝ্যাটা লাথি খেয়ে          উঠলো সে গিয়ে
              ভাঙ্গা চোরা ঘরে
সেখানেও হায়             যমদূত প্রায়
              বিপদে সে পড়ে।
ছিল আগে থেকে           চলে এঁকে বেঁকে
               ভয়ানক গর্জন
প্রান নিয়ে হাতে            ছুটে কোনমতে
              এলো সে বেরিয়ে
বনে যেতেই হবে           কপালে যা রবে
               দুই ক্রোশ পেরিয়ে।