মশা মশা মশা
কোথা হবে বসা
যদি করি ভুল
মশাদের হুল
মশারির ফাঁকে
আসে ঝাঁকে ঝাঁকে
বড় এব্ং কালো
জালিয়ে দিলে আলো
চারিদিকে বন
মশা ভন ভন
মশার জ্বালায়
কি যে করি হায়
ফ্যান চলে জোরে
তবুও মশা ঘোরে
ঘরের আশ-পাশ
মশাদের বাস
আম জাম বন
রাতে আগমন
গুন গুন গায়
ফ্রীতে শোনায়
কি যে সে গান
শুনে যায় প্রাণ
যত মারি তালি
উড়ে যায় খালি
কোন পথ নাই
মশারির ঠাঁই
ফাঁক দিয়ে ঢুকে
মাথা দেয় ঝুঁকে
শুষে নেয় রক্ত
শুঁড় খুব শক্ত
মশা পায় বর
দ্বারভাঙার ঘর
মশা যেথা খায়
খুব চুলকায়
মশাদের জ্বালায়
ঘর ছেড়ে পালাই



রচনাঃ
দ্বারভাঙ্গা,বিহার
১৭/০৬/২০১৭