কী গভীর খাদ!
ভয়ানক!
পাহাড়ের এক কিনারে
দাঁড়িয়ে আছি আমরা।
পিছলে পড়তে পারি যখন তখন।


কোথায় যাব আমরা?
রাজ পথে প্রাণঘাতি যন্ত্রদানব,
ফুটপাথে বাটি হাতে ভিক্ষুক।
ঘরে বিভীষণ, বাইরে রাবন।


কোথায় দাড়াব আমরা?
টলমল দোদুল্যমান নৌকা
আজ মাঝ গাঙে।


পিছল পথে চলতে চলতে
আবার পৌছে যাব সেখানে-
যেখান থেকে এসেছিলাম।