একা একা বসে ছিলাম ছাদের কিনারে
          একদৃষ্টে নীলাকাশ পানে
          হটাৎ শুনতে পেলুম কানে
          বাটিটা কোথায় গেল কে জানে
একা একা বকবকানি গিন্নীর রান্না ঘরে।


এঘর ওঘর তোলপাড় কোথাও তা নাই
          সুন্দর সে কাঁসার বাটিখানি
          খুঁজে ফেরে সে কী হয়রানি
          গত কালও ঘরে ছিল জানি
চিৎকার করে, জান কি বাটিটা কোথায়?


চুপ করে বসে আছি আমি তো জানিনা
         তেলে-বেগুনে ছুটে আসে ছাদে
         বাপের দেওয়া বাটিটা,নাকে কাঁদে
         কি যে করি আমি পড়লাম ফ্যাসাদে
বলি, কান্না থামিয়ে আর একটু খোঁজ না।


চিৎকার করে বল্টু বলে, কি হয়েছে কাকিমা?
         ভাইপো হয়, পাশের বাড়ী থাকে
         ফেসবুক-টুইটারে পড়াশোনার ফাঁকে
         কম্পিউটারে কতকিছু ছবিটবি আঁকে
বলি, তোমার কাকিমা কাঁসার বাটির পাচ্ছেনা।


ও!এই কথা, বলে বল্টু এক্ষুনি খুজে দিচ্ছি
          গিন্নীর মুখে ফুটলো আলো
          রাগ-কান্না সব থেমে গেলো
          এক মুহূর্তে স্বস্তি পেলো
বল্টু বলে,বর্ণনা দাও বাটির ছবিটা এঁকে নিচ্ছি।


দেখতে কেমন চ্যাপ্টা না গোল,কেমন তার রংটা?
          বলে বল্টু, ল্যাপটপে বসে
          ছবি এঁকে নিল এক নিমেশে
          গুগুলে সার্চ বলল শেষে
দেখতো কাকিমা স্ক্রিনে,তোমার বাটি কোনটা?