কাল যারা  ছিল অন্তরালে
সংশয়ে ব্যকুল হৃদয়ে,
জানিনা কি আছে ভবিতব্যে-
এই ভেবে-
যারা ছিল নিশ্চল-নিশ্চুপ,
তাদের ভাষা বদলে গিয়েছে আজ।


আজ তারা পশ্চিমে,
লুট-পাট করে রক্ত-আবির।
কালো রাত্রির হিমেল নিশ্বাস
বাতাসে ভেসে বেড়ায় সর্বক্ষন।


কাল যারা ছিল পৃথিবীর বুকে
ধরনী মা-এর কোমল কোলে
আজ তাদের বক্ষের মা-টি
রক্তে ভেজা।ব্যাকুল সর্বনাশে
শোকের পিরামিড।


মোমের আলোয় যারা পথে নেমে ছিল
ক্ষত বিক্ষত মুখের ভাষা নিয়ে-
আজ সেই বিভতস দগ্ধ মুখ দেখে
তাদের উল্লাস!
পাগলীর পশ্চাতধাবিত বালক গনের মতো।


লাগামহীন অশ্বমেধের ঘোড়া-
জানিনা কাকে পোড়াবে
সে তীব্র অন্ধ বিবেক।
ত্রিতাল জোড়া স্বাধীন স্বদেশ-
কান্নার অন্ধকার!
জানি এ কান্না
বিদ্যুত হয়ে ফিরবে-
শুধু সময়ের অপেক্ষা।