আমি এখনো খুঁজি তাকে
নীলাম্বরীর চাহনিতে
এখনো আমার দৃষ্টি অপলক।


সে অনেক আগের কথা –
তখন আমি সবে আঠারো
প্রথম দেখেছিলাম জনশূন্য
রাস্তার ধারে -   বাবলা গাছের ছায়ায়।


মানস পটে এখনো আঁকি তাকে
তুলির টান ওড়না হয়ে
উড়ে আসে মুখের উপর
কোমল আঙুলে স্পর্শ
পাগল করে আমাকে।
তন্ময় হয়ে উঠে যায়
সেই বাবলা গাছের তলায়।


দুটি পাখি – শালিক পাখি
বাবলা গাছের ডালে মুখোমুখি
যেন বলে কত কথা – ব্যাথা।
মনে পড়ে – সব মনে পড়ে।


সেই বাবলা গাছ
আজ আর নেই-
নেই তার নীলাম্বরী বেশ,
আজ সে শুধুই দলা পাকানো মাংস পিন্ড
রক্ত সার শূন্য – মৃতপ্রায়।


আমি এখনো খুঁজি তাকে।



রচনাকালঃ ১০/১২/২০১৪