চোখে আমার বিষন্নতা গাছেদের মতো
আমার আশারা উড়ে যাওয়া পাখির
                            পড়ন্ত ছায়া।
দিগন্তে বিস্তৃত বাষ্পীয় অনুভব
বনস্পতির শীতল শ্বাস বায়ূর মতো।


আমি হাসতে জানিনা,
আমি কাঁদতে জানিনা
আমি ভালোবাসতেও জানিনা
                পাথরের মতো।


আমার লিপ্সারা গাছেদের গায়ে
ঝুরির মত লেগে থাকে
বাড়তে থাকে ঘনফলের গতিতে
দাও দাও আর দাও


তোমার গলা টিপে আমি বলতে থাকি
আমার অপূর্ণ চাহিদার তালিকা
তোমার অঙ্গে, তোমার প্রত্যঙ্গে আমার
আমার ক্ষুরধার লিপ্সা।


ভালো আমাকে বাসতেই হবে
নতুবারা বিদায় নিয়েছে,
পরাজিত হয়েছে আমার কুঠারের কাছে।


কারণ-
আমি স্বপ্ন দেখতে জানিনা...


রচনাঃ
দ্বারভাঙ্গা, বিহার
১৬/০৬/২০১৭