বিপন্ন জীবন আজ ধর্মের গোঁড়ামি
মার মার কাট কাট রক্তের এ ভূমি
হিন্দু বা মুসলিম সামাজিক আত্মীয়
সকাল বা সন্ধ্যে একই তার বাষ্পীয়
কোন ভাই মানে আজ কাকা কিম্বা চাচা
প্রাণপনে ছুটে চলে নিজ প্রাণ বাঁচা
একসাথে লড়েই এনেছি স্বাধীনতা
তবে কেন মারামারি ভুলে গেছ কি তা


আর নয়  ভাইরে এসো ধরি হাতটা
রক্তের বড় নয় আমাদের জাতটা
মা বোন পথ ঘাট থাকে যেন নির্ভয়
ভারতীয় নামে আমাদের পরিচয়
মিয়াঁ ভাই ধর দেখি আমার হাতটা
একত্রে ধরে রাখি দুধে ভাতে পাতটা


রচনাঃ
দ্বারভাঙ্গা, বিহার
০৪/০৭/২০১৭