ভালোবাসার আর এক নাম
নাকি পদ্ম পাতার জল,
সে নাকি টলমল করে,
ধরে রাখা খুবই কঠিন!


যেদিকে তাকাই প্রেমহীন ভালোবাসা,
রক্তে রাঙানো ভালোবাসা,
স্বার্থের ভালোবাসা,
আর উন্মুক্ত নির্লজ্জ ভালোবাসা।


যে ভালোবাসার ছবি হয় না,
যে ভালোবাসার রঙ নেই,
যে ভালোবাসার পবিত্রতা নেই-
তার কোন স্থান নেই
এই পৃথিবীতে।


আজ আর সাজু-রূপাই নেই
নেই লাইলা-মজনু।


আছে কামাগ্নী লোলুপ
ক্ষণিকের তৃপ্তীভোগী দস্যুদল।
এদের ভালোবাসা পকেটবন্দী
আর বন্দুকের নলের ডগায়।
ভালোবাসা নামক বস্তু(?)
এদের বোতল বন্দী।


তাই আজ ভালোবাসা ভালোবাসা
খেলায় মেতেছি ।
এ খেলায় প্রেম নেই-
আছে স্বার্থ