আমি এক হতভাগা আছি দাঁড়িয়ে
সভ্যতার রক্তালোকে গিয়েছি হারিয়ে।
রক্তলোলুপ ড্রাগন্তেড়ে ফুড়ে আসে
অথৈ সমুদ্রে প্রাণহীন দেহ ভাসে।
স্বপ্ন যে কখন যেন দুঃস্বপ্ন হয়
অতলে কী ভেসে যাব এই ভঁয়।
পরিচয় নেই, নেই কোন ঠিকানা
কোথায় যে পালাবো তাও যে অজানা।
ইট কাঠ পাথর আর ইমারতের ছায়াতে
হুটোপুটি ছোটাছুটি একে অন্যকে মাড়াতে।
এ লড়াই থামার নয় চপ্লবে তা জানি
আমাকেও টেনে নেয় মরার হাতছানি
দূর হতে দূরন্তে ছুটে আমি চলেছি
ক্লান্ত শরীর মন মুখ থুবরে পড়েছি।



রচনাকালঃ  ২৫/০১/২০০৭