গভীর রাত
অবগাহনের আকাঙ্খায়
পাগলপারা প্রাণ।
কানের সুড়ঙ্গে
জলন্ত কাঠির পরশ,
উৎসুক হৃদয় চাপে
বিছানার নৌকায়
নাইট ল্যাম্পের আলোয়
এঁকে চলে ক্যানভাসে।


পাগল করে মুহূর্তে
বন্ধনহীন আনন্দে ভেসে যাওয়া
বুক জুড়ে সুখের ব্যথা-
আর উদ্দাম ঢেউয়ে
গা ভাসিয়ে দেওয়া।


হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন আর
অনুভবী অন্ধকারে হাতড়ানো
যাবতীয় কৃত্রিমতা।
চিৎ-সাঁতার কাটতে কাটতে
সর্বশক্তি উজাড় করে
চেষ্টা চালিয়ে যাওয়া-
এই আনন্দ যতখানি
দীর্ঘস্থায়ী করা যায়।