তার আশায় আশায়
অন্তহীন পথ চলা।
কোথায় না খুঁজেছি তাকে!
আকাশ বাতাস নদী জল
সকলের কাছে চেয়েছি
তার ঠিকানা।


আজ আমি ক্লান্ত
শ্রান্ত মনে তার প্রতীক্ষায়।
ঝাপসা দৃষ্টিতে ফুটে ওঠে
অসংখ্য ভয়ংঙ্কর মুখোশ।
তীব্র আর্তনাদে চিৎকার করে উঠি-
মুখে বলি, রাম-রাম, রাম-রাম।
শীতল স্পর্শ পাই
ঘাড়ের উপর।


প্রতি অমাবস্যার রাতে
অপেক্ষা করে থাকি,
বিদ্যুতের ঝিলিক দেওয়া
আলোর প্রতীক্ষায়।
উৎসুক প্রাণে ভাবি-
একবার যদি বিদ্যুৎ চমকায়
আকাশ ধরিয়ে দেবে তাকে।
আলো-আধাঁরিতে অনেক খেলেছে
আমার সাথে।


এখনো শাড়ির ভাজে পাই
সেই পরিচিত সামুদ্রিক গন্ধ,
ঠিক তখনই নিস্তব্ধতার মতো
সুন্দর মুখ ভেসে ওঠে।
বুভুক্ষ হৃদয়ে হাতড়ে বেড়ায়
তাকে ধরার অনন্ত অপেক্ষায়।


রচনাকালঃ ১০/০২/২০১৫