ফুল আপনার জন্য ফোটে না
শোভা বর্ধন ফুলের কাজ,
গৃহের বা মন্দিরের দেবতার পায়ে
ফুলের স্থান-
কোন ফুল পায়, কোনটা বা পায় না।
ফুলদানিতে কেউ পৌছায়,
আবার কেউ ঝরে যায়
উৎস মূলে।
ক্ষনেকের তরে সুবাস ছড়িয়ে
মাতিয়ে দেয় জগত সংসার,
জাগিয়ে তোলে হৃদয়ের প্রেম
কপোত কপোতির বুকে।
আবার মৃত্যুর শেষ সজ্জায়
ফুলের কী বাহার!
মুখ ঢেকে যায় সৌন্দর্য্যে
স্টিকে আর মালায়।



রচনাকালঃ ১৯/২০/২০১৫