মেঘ! তুমি ভেসে যাও
অন্তহীন পথে-
আমার ভাবনার মতো।
বায়বীয় মুক্ত ঝরতে থাকে
কুয়াশা বা শ্যাওলার মতো।
আমার যেমন অশ্রু।


আগুন-ভস্ম ঘিরে
তোমার স্বজন হারানোর ব্যাথা নেই
বিচ্ছেদের দুঃখ স্পর্শ করে না
তোমার হৃদয়।
অন্ধকারে জেগে রাতভর
অগনিত মৃত্যু দেখতে হয় না তোমার,
আর্ত চিৎকারে আমরা বধির।


মেঘ, তুমি বৃষ্টি হয়ে ঝড়ে পড়ো
ধুয়ে- মুছে সাফ করে দাও
আমাদের দুঃসময়ের স্মৃতি।
প্রাঞ্জল হয়েউঠুক বর্তমান।


রাত্রিরা শুধু জেগে থাকুক
চাঁদের মতোন।



রচনাকালঃ১৪/০২/২০১৫