বদলে যাচ্ছে মুখ
মুখের ভাষা
সন্ধ্যা অপেক্ষায়মান
নিঃস্ব ভালবাসা।
তোবড়ানো জ্যোৎস্না
দিকশূন্য হবে
ঝরে-ঝরে নিঃশেষ
ফুটপ্তহ রবে।
পানশালার মাতালেরা
কুৎসিত সুরে
টালমাটাল গালি দেয়
স্ত্রিদের তরে।


বদলে যাচ্ছে রাস্তা
পিচ্ছিল রাজপথ
রাজদন্ড চিত্রনাট্য
তামাশার ফুটপথ
দ্বি-পদিরা বুদ্ধিজীবি
অগ্রগামীতে ব্যস্ত
ইঁদুর দৌড়
প্রতিযোগিতা মস্ত।


বদলে যাচ্ছে শরীর
আর পেশীবল
বিকেলের রোদের মতো
অন্ধকারে অতল।


রচনাকালঃ ০৩/০৩/২০১৫