কবিতার অক্ষরগুলি অশান্ত
উড়ে বেড়ায় বাতাসে
এলোমেলো আর চঞ্চল।
অনেক চেষ্টা করেছি ধরার
ব্যঙ্গ হাসিতে হেরেছি বারবার।
চরম পরীক্ষার শিকার আমি।
অদৃশ্য প্ররোচনায় মশগুল,
কুয়াশা ভরা আস্তরণ পড়েছে
শব্দমালার গায়ে।
আমি বারবার চেষ্টা করেছি সাজাতে,
দমকা বাতাস তছনছ করে দেয়
আমার সাজানো কবিতা।
কবিতার হাহাকার আর
অক্ষরের আস্ফালনের দাপটে
আমি কিংকর্তব্যবিমূড়।



রচনাকালঃ ০৬/০৩/২০১৫