এবার ঘুরে দাঁড়াবো
অনন্ত নয় মানুষের আয়ু
সময়ের হাত ধরে মুছে যাবে সব।
খাদের কিনারে দাঁড়িয়ে
ছবি হয়ে যাওয়া মূর্খামী।


নক্ষত্রের আলো শেষ হয়না,
ক্ষণিকের জন্য অন্ধকার নামে
রাত হলেই আর কামনা নয়
আলোর জন্য প্রতীক্ষা।
সব গানই পুরাণো হয়-
সূর্যের রঙ হয়না।


আর শরীর নয়
এবার সৌন্দর্য্য দেখার পালা
সুগভীর খাঁদ ছেড়ে রাঙা রোদ
সোনালী ধান, সবুজ ঘাস, পাহাড়-নদী
ঘুরে দাঁড়িয়ে দেখবো আর
কবিতা আঁকবো
হৃদয়ের ক্যানভাসে।
ঘুরে দাঁড়াবোই।



রচনাকালঃ ১৩/০৩/২০১৫