প্রণম্য গুরুদেব,
কেমন আছ তুমি?
আমরা? খুব ভালো আছি।
ঝালে ঝোলে বেশ আছি।
যখনই মন খারাপ হয়,
তুমি তো আছো,
তোমার গান
কানে হেড ফোন।
সুর তাল সব চেঞ্জ করছি
জান কবি
তোমার কবতা,
তোমার গান এখন খুব সস্তা
বেশ ব্যাবসা করছি
তোমাকে নিয়ে।
তবে দুঃখ কি জান?
তোমার নোবেলটি
আর পাওয়া গেলনা।
জানি তাতে থোড়াই,
তবে কোমার জন্মদিনে
আমরা বিন্দাস থাকি।
তোমার পুজো পাড়াই পাড়াই।
আর বোলপুর?
সে তো দর্শনার্থীর পিঠস্থান।
রীতি মতো ব্যবসা চলছে
হালফিলের শান্তিনিকেতন
এখন রমরম করছে।
যাই হোক কবি
পরের চিঠিতে আরো জানাবো
আজ এখানেই...
ভালো থেকো কবি।