সন্ধ্যা নামছে,
আর একটু পরেই ঘুমিয়ে পড়বে গ্রাম
শহরের রাজপথে আলো জ্বলবে তখনো
গলি পথ অন্ধকারেই থাকবে।
নিশি যাপন করবে-
শহরবাসী-গ্রামবাসী।
বিশ্রামের জন্য বিছানা
বিলাসিতার নানান রূপান্তর।
অট্টলিকায় মনিব
আর চাকর বাকরের দল...
বিডাল ঘুমায় সিড়ির নীচে
দেশি সারমেয় গেটের বাইরে।
আর বিদেশী প্রভুভক্ত!
মনিব না থাকলে
আহ্লাদে আটখানা
সোজা নরম বিছানায়
মালকিনের সাথে...


রচনাকালঃ ২৩/০৪/২০১৫