কে তুমি? দাঁড়িয়ে আছো মনের ওপারে
ছায়া শীতল আলো আধঁরির জ্যোছনা
ভেদ্য ক্ষমতাহীন সামান্য নর আমি।
তোমার লীলা বোঝা ভার, মন গহিনে
শত বীণা বাজে। বেসুরো মন যন্ত্রণা
কাতর অস্থির হৃদয়ে খুঁজেছি স্বামী।


প্রেমের নিশানা বুঝিনা, জানি শুধুই
শরীরি ভাষা আর হৃদয়ের চাহিদা
তপ্ত বক্ষের চাতক সম। প্রতীক্ষায়
প্রহর গুনি কণ্টকসম শূন্যতাই
প্রাপ্য জানি। ওয়াদাহীন, কাঙ্ক্ষিত সদা
বৃথা আশায় মন, অব্যার্থ ছলনায়।


রচনাকালঃ ২৯/০৫/২০১৫