ভোর বেলাতে ঘুম ভাঙেনা
           ঊঠতে বললেই কান্না,
কোন কিছুই মুখে রোচেনা
           যেটাই কর রান্না।
কান্না-টান্না ভুলে যায়
           খেলনা কিছু পেয়ে
ছি  ছি  ছি  ছি
          এ কী ছিচকাঁদুনে মেয়ে।



সকাল্বেলা পড়তে বসে
           করবে শুধু খেলে
বকাবকি করলে বলে
           পড়বো বিকেলবেলা।
বিকেল হলে এঘর ওঘর
           পুটুল-টুতুল নিয়ে
ছি  ছি  ছি  ছি
           এ কী দুষ্টু মেয়ে।



সন্ধ্যে হলেই টিভি দেখে
          ঠাম্মি-দাদুর সাথে,
তার ফাঁকে রঙ তুলি
          আঁকবে কোন মতে।
হঠাৎ করেই টিভির সাথে
          উঠবে গান গেয়ে,
ছি  ছি  ছি  ছি
          এ কী পচা মেয়ে।



রচনাকালঃ ০৫/০৬/২৫০১৫