অনেকটা এগিয়েছি গন্তব্যের দিকে,
সীমারেখা অতিক্রম করার বাসনা নেই।
উষ্ণবা তাসের আলিঙ্গন ভালো লাগেনা
কুয়াশাঁর বুক চিরে দেখেছি হতাশা
চন্দ্রালোকে কতবার দেখেছি ছায়া।
হাতছানি আর মায়াবী কণ্ঠ
বারবার আমাকে নিয়ে খেলেছে,
ক্যানভাসে এঁকেছি যত্নের তুলিতে
ভালোলাগার প্রতিফলন দেহের ভাজে ভাজে।
বস্তাপচা কাগজগুলি গুমরে মরে,
তবুও ইচ্ছে জাগেনা নিয়ম ভাঙার
অনেকটা তো এগিয়ছি, ভাবছি...
এবার দাড়াবো।


রচনাকালঃ ২২/০৬/২০১৫